বলিউটের কৃশখ্যাত অভিনেতা হৃত্বিক রোশানের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর নিজেকে গুছিয়ে নিচ্ছেন সুজান। বিবাহ বিচ্ছেদের শোক কাটিয়ে নিজেকে ব্যস্ত রাখছেন নাইট আউট ও বিভিন্ন পার্টিতে। সম্প্রতি ভাই জায়েদ খান ও তার স্ত্রী মল্লিকার সঙ্গে সুজানকে দেখা গেছে একটি নাইটক্লাবে।
সুজানের ঘনিষ্ঠমহল জানিয়েছে, হৃত্বিকের পর ব্রেকআপের পর নিজেকে হালকা রাখতে সুজান বহুদিন থেকেই বন্ধু-বান্ধবীর সঙ্গে নাইট আউট, পার্টিতে ব্যস্ত রাখছেন নিজেকে। এমনকি বন্ধু-বান্ধবীরা বিবাহ বিচ্ছেদ নিয়ে কথা বললেও সুজান শুধুই বলছেন, ‘আমি খুব ভাল আছি, নিজেকে খুব হালকা লাগছে, নতুন করে সব শুরু হচ্ছে, নিজেকে সফল মনে হচ্ছে’।
অন্যদিকে, সুজানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নিজের জীবনকে ঠিক করে সাজিয়ে নিতে হৃত্বিকও কম চেষ্টা করছেন না। কিছুদিন আগে তিনি নিজের জন্য রেখেছেন লাইফ কোচ।
বহুদিন ধরেই হৃত্বিকের সঙ্গে অশান্তির সূচনা হয়েছিল সুজানের। প্রাথমিকভাবে সংবাদ মাধ্যমের কাছে ঘটনাটি গোপন রাখেলও শেষমেশ ২০১৩ সালের ১৩ ডিসেম্বর হৃত্বিকই মিডিয়ার কাছে জানিয়ে দেন তার বিবাহ বিচ্ছেদের কথা।