শারীরিক অসুস্থতা কাটিয়ে আবারও কাজে মেতে উঠেছেন 'অর্থহীন' ব্যান্ডের প্রধান সুমন। বর্তমানে তিনি কণ্ঠশিল্পী আনিলার সঙ্গে দ্বিতীয় ডুয়েট অ্যালবামের কাজ গুছিয়ে এনেছেন। চলতি বছরে একটি ইন্সট্রুমেন্টাল এবং ব্যান্ড অ্যালবাম প্রকাশের পরিকল্পনাও করছেন তিনি। সুমন বলেন, 'আনিলার সঙ্গে আমার দ্বিতীয় ডুয়েট অ্যালবামের কাজ প্রায় শেষের দিকে। নাম ঠিক করিনি এখনো, আপাতত ডাকছি 'সুমন-আনিলা টু' নামে। এপ্রিলে প্রকাশ করার ইচ্ছা আছে।' তিনি আরও বলেন, 'অ্যালবামটি একেবারেই অ্যাকুয়েস্টিক ইন্সট্রুমেন্ট নির্ভর। পিয়ানো, গিটার, ড্রামসসহ আরও অ্যাকুয়েস্টিক ইন্সট্রুমেন্টের ব্যবহার করেছি গানে। দুটো গানের কথা নিয়েছি আমাদের দুই বিদেশি বন্ধুর কাছ থেকে। বাকি আটটি গান আমার লেখা ও সুর করা। অ্যালবামের জন্য আমার ব্যান্ডের অন্য সদ্যসরাই ইন্সট্রুমেন্ট বাজিয়েছেন।' সুমন ও আনিলার ডুয়েট অ্যলবাম ফুয়াদ ফিচারিং 'এখন আমি' প্রকাশিত হয় ২০০৮ সালে। সুমন জানান, ডুয়েট অ্যলাবামের পাশাপাশি তিনি একটি বেইজ নির্ভর 'ইন্সট্রুমেন্টাল' তৈরির কাজ করছেন।