গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় 'উজান গাঙের নাইয়া' শিরোনামের একটি নাটকে অভিনয় করছে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। নাটকটি প্রযোজনা করেছেন বিবিসি। নাটকে গ্রামের এক সহজ-সরল মেয়ের ভূমিকায় অভিনয় করছেন তিনি। বর্তমানে মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে এ নাটকের শুটিং চলছে। নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, ওয়াহিদা মলি্লক জলি , শিল্পী সরকার অপু, স্পর্শিয়া, জুঁই, শ্যামল মাওলা প্রমুখ। নওশাবা বলেন, 'গত ১৪ জানুয়ারি থেকে এ নাটকের কাজ করছি। এখানে আমি প্রথমবার চঞ্চল ভাইয়ের বিপরীতে অভিনয় করছি। গ্রামের সহজ সরল এক বধূর চরিত্রে আমাকে দেখবে দর্শক। ৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ নাটকের কাজ চলবে।' আরও জানা যায়, একটি স্বাস্থ্যসচেতনতামূলক গল্প নিয়ে নাটকের কাহিনী সাজানো। নাটকটি বিটিভিতে প্রচার হবে।