নব্বই দশকের জনপ্রিয় টিভি অভিনেতা আফজাল হোসেন। তার আরও একটি পরিচয় আছে। তা হলো তিনি একজন চিত্রশিল্পী, সুযোগ পেলেই তুলির অাঁচড়ে কাগজে এঁকে দেন মনের না বলা কথা, হাসি আনন্দ সব কিছুরই সমন্বয় ঘটে তার অাঁকা চিত্রে। চিত্রাঙ্কনে সিদ্ধহস্ত এই মানুষটি এ পর্যন্ত বেশ কিছু বইয়ের প্রচ্ছদও এঁকেছেন। সেই ধারবাহিকতায় এবারের বইমেলায় তার অাঁকা বেশ কিছু বইয়ের প্রচ্ছদ থাকবে। যার একটি তার বন্ধু কবি হাসান হাফিজের 'কাব্যসমগ্র ৩'-এর প্রচ্ছদ। কাব্যসমগ্রের প্রচ্ছদ অঙ্কন সম্পর্কে আফজাল হোসেন বলেন, 'বন্ধু মহলে একজন চিত্রশিল্পী হিসেবে আমার পরিচয়টা বেশ আগে থেকেই। বন্ধুদের অনেকেই দেশের খ্যাতিমান লেখক। একসময় লেখালেখির সঙ্গে যুক্ত ছিলাম আমিও। এ কারণে সেসব লেখক বন্ধুরা আমাকে তাদের বইয়ের প্রচ্ছদ এবং অলঙ্করণের জন্য অনুরোধ করেন।' আফজাল বলেন, 'মনের আনন্দে এক সময় প্রচুর বইয়ের প্রচ্ছদ এঁকেছি। এখন অভিনয়-নির্মাণ নিয়ে ব্যস্ততার কারণে অাঁকা-অাঁকির সময় পাই না বললেই চলে। তার পরও বন্ধুদের মন রক্ষার্থে অাঁকতে একপ্রকার বাধ্য হই। বলা যায়, সে কারণেই এবার অনেক দিন পর বেশ কয়েকটি বইয়ের প্রচ্ছদ এঁকেছি'।