ভালোবাসা দিবস উপলক্ষে শ্রোতাদের সামনে নতুনভাবে হাজির হতে যাচ্ছেন সংগীতশিল্পী বালাম। তিনি ভক্তদের উপহার দিচ্ছেন 'ভুবন' অ্যালবামের 'ও আকাশ' গানের মিউজিক ভিডিও। আর গানটির মিউজিক ভিডিও নির্মাণের মাধ্যমে নির্মাতা হিসেবে আত্দপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। এরই মধ্যে 'ও আকাশ' গানের মিউজিক ভিডিওর শুটিং শেষ হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ। নির্মাতা হওয়ার অনুভূতি প্রসঙ্গে জানতে চাইলে বালাম বলেন, 'বলতে পারেন শখের বশেই নির্মাতা হয়েছি। ছোটবেলা থেকেই প্রচুর ছবি দেখতাম। সেগুলো থেকে কিছুটা ধারণা পেয়েছি। বিভিন্ন মাধ্যম থেকে শেখা নিজের ভাবনাগুলো মিউজিক ভিডিওতে প্রয়োগের চেষ্টা করেছি।'