হৃতি্বক রোশন ও সুজন রোশনের বিচ্ছেদের নেপথ্যে সম্পৃক্ততার খবর রটার পর সম্প্রতি আবারও নেতিবাচক খবরের শিরোনাম হয়েছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। নিজস্ব পানশালা ও নৈশক্লাবের বিশাল অঙ্কের ভাড়া বাকি পড়ায় অর্জুনের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে ভারতের পর্যটন মন্ত্রণালয়ের মালিকানাধীন প্রতিষ্ঠান ইন্ডিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেড। রাজধানী দিলি্লতে প্রতিষ্ঠানটির পাঁচতারকা হোটেল সম্রাটে ২০০৯ সাল থেকে ল্যাপ নামের বিলাসবহুল পানশালা ও নৈশক্লাব চালাচ্ছেন অর্জুন রামপাল। এ বিষয়ে জানতে চাইলে অর্জুন তার আইনজীবীর সঙ্গে কথা বলতে বলেন। কিন্তু তার আইনজীবী এড়িয়ে যান বিষয়টি।