একের পর এক নেতিবাচক খবরের শিরোনাম হয়ে তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী থেকে তুমুল বিতর্কিত তারকায় পরিণত হয়েছেন কানাডীয় পপগায়ক জাস্টিন বিবার। মাত্র কিছুদিন আগে গান থেকে অবসর নেওয়ার ঘোষণাও দিয়েছেন মিডিয়ার ওপর ত্যক্তবিরক্ত এ গায়ক। সম্প্রতি মাতাল অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেফতার ও জামিনে মুক্তি পাওয়ার পর তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এ অবস্থায় তার পাশে দাঁড়িয়েছেন মার্কিন মুল্লুকের আরেক বিতর্কিত পপগায়িকা লেডি গাগা। তিনি তার ভক্তদের অনুরোধ করেছেন বিবারের পাশে দাঁড়ানোর জন্য। সম্প্রতি গাগা লিখেছেন, 'আমি মনে করি, বিবারের প্রতি আমাদের সমর্থন থাকা উচিত। তার এটাই প্রাপ্য।'