শুটিং স্পটে রীতিমতো হৈচৈ পড়ে গেছে। চুরি হয়ে গেছে একটি অন্তর্বাস। খোঁজ খোঁজ রব পড়ে গেল। কিন্তু পাওয়া গেল না। আর যে অন্তর্বাস নিয়ে এতো কোলাহল সেটি বলিউড অভিনেত্রী ও সাবেক পর্নোতারকা সানি লিওনের।
ঘটনাটি 'রাগিনী এমএস টু' ছবির শুটিংয়ের সময়ের। ছবির একটি দৃশ্যে অফ হোয়াইট অন্তর্বাস পরেছিলেন সানি। শুটিং শেষে অন্তর্বাসটি ফেরতও দেন তিনি। কিছুক্ষণ পর শুটিংয়ের কর্মীরা দেখেন সেই অন্তর্বাসটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সমস্যা হলো ছবিটির অন্য দৃশ্যেও ওই অন্তর্বাসটি ব্যবহার করার প্রয়োজন ছিল।
কী আর করা, পুনরায় একই রকম অন্তর্বাস তৈরি করতে হবে। আর এজন্য প্রযোজককে খরচ করতে হচ্ছে অতিরিক্ত ৫০ হাজার রুপি। আর চুরির ঘটনা যেন আর ঘটতে না পারে সেজন্য শুটিং সেটে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানা গেছে।