বড় ভাই চিত্রনায়ক আমিন খানের পথেই হাঁটতে শুরু করেছেন ছোট ভাই আরাভ খান। গত ১৫ ফেব্রুয়ারি থেকে আরাভ খান শুরু করেছেন মীর আব্দুর রাজ্জাক ও বদিউজ্জামান বাবলুর পরিচালনায় 'ছোট ছোট কিছু আশা' ছবির কাজ। ঐদিন সকালে চিত্রনায়ক আমিন খান ছবির মহরত অনুষ্ঠানে উপস্থিত থেকে মহরত ঘোষণা করার পাশাপাশি আরাভের জন্য শুভকামনা করেন। আমিন খান বলেন, 'আমি চাইনি আরাভ মিডিয়ায় কাজ করুক। কিন্তু একটা সময় দেখলাম মিডিয়াতেই তার কাজ করার প্রবল ইচ্ছে তখন তাকে আমি আর বাঁধা দেইনি। যেহেতু সে ল্লনে ফিল্ম মেকিং-এর উপর কোর্স করেছে। তাই নিজেকে কিভাবে কেমন করে প্রেজেন্ট করতে হবে সেটা আরাভ ভালো জানে। সব সময়ই তার জন্য আমার শুভ কামনা থাকবে।' আরাভ বলেন, 'আমি সারাটি জীবন আমার বড় ভাই আমিন খান আর সব দর্শকের দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।'