নতুন দুটি মিউজিক ভিডিও প্রকাশ করবেন কণ্ঠশিল্পী আবিদা সুলতানা। তার ১১তম একক অ্যালবামের দুটি গান নিয়ে মিউজিক ভিডিও নির্মিত হচ্ছে বলে তিনি জানান। এ প্রসঙ্গে আবিদা সুলতানা বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক ছিল না বলে আধুনিক গানের এ অ্যালবামের কাজ কিছুদিন বন্ধ রেখেছিলাম। তবে আবারও এর কাজ শুরু করেছি। কিছু দিনের মধ্যে এর দুটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করব। অ্যালবামটি প্রকাশের আগেই মিউজিক ভিডিও দুটি বিভিন্ন চ্যানেলে প্রচার হবে। তিনি আরও জানান, ১০টি গান দিয়ে সাজানো হচ্ছে অ্যালবামটি। এর সুর-সংগীত করছেন সুবীর নন্দী, শওকত আলী ইমন, রিপন খান, মোহাম্মদ আলী সুমন প্রমুখ। '