শ্যুটিং ফ্লোরে ড্রামে রাখা পানি খেয়ে অসুস্থ হয়ে পড়লেন এমা ওয়াটসন। দোষটা তো আর তার নয়। পরিচালক বারণ করে দিয়েছেন প্লাস্টিকের বোতলে পানি আনতে। তাই তো বিপত্তি। শ্যুটিংয়ের ফাঁকে তেষ্টায় যখন বুক ফেটে যাচ্ছিল সুন্দরী এমা তখন বাধ্য হয়েই শ্যুটিং ফ্লোরে ড্রামে রাখা বৃষ্টির পানি খেয়ে ফেলেন। আর সোজা জায়গা হল হাসপাতালে। এখন ডাক্তার বলে দিয়েছেন তিন মাস কোন শ্যুটিং নয়, শুধুই বেডরেস্ট।
ডাক্তারের মতে, পানিটা বোধহয় অনেক দিন আগের জমা। আর এমার বৃষ্টির পানিতে এলার্জির সমস্যা আছে। বিষয়টি কম গুরুত্বপূর্ণ মনে হলেও মোটেও তা নয়। পানির কারণে পেটে ইনফেকশন হয়ে গেছে হ্যারি পটার ছবির আলোচিত মুখ এমার।
তা হঠাৎ বোতলে পানি নেয়া বারণ করলেন কেন পরিচালক? এমার কথায়, ‘নোয়া নামের এই সিনেমাটির গল্প পরিবেশ দূষণ, পরিবেশকে রক্ষা ৷ তাই পরিচালক ড্যারেন পরিবেশ রক্ষার কথা ভেবেই প্লাস্টিকের বোতল আনতে নিষেধ করেছিলেন ৷ কিন্তু ভোর পাঁচটা নাগাদ তেষ্টায় থাকতে না পেরে ড্রামের পানিটা খেয়ে নিতেই এই বিপত্তি৷' -সংবাদ সংস্থা।