আসাদ সাহেব বয়সী মানুষ। লোকে বলে বিকারগ্রস্ত তিনি। পথ-ঘাট থেকে অপরিচিত মানুষজন ধরে এনে গান গান, দাবা খেলেন। হুট করে অবচেতন মনে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করেন। তার প্রশ্ন_ ভাষার চেতনাটা কি। আসাদ সাহেবের একমাত্র কন্যা রুবি। যে কিছুটা বামপন্থি দর্শন লালন করত। সে হঠাৎ করে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি নিলে আসাদ সাহেবের পাগলামিটা আরও বেড়ে যায়। রুবি বলে, সে সিস্টেমে ঢুকে সিস্টেম বদলে দেবে। আসাদ সাহেব হঠাৎ একদিন মেয়ের স্কুলে গিয়ে ভাষণ দিতে থাকেন। ভাষণের বিষয় ছিল, একুশে ফেব্রুয়ারি। মাহমুদ দিদারের রচনা ও পরিচালনায় নাটকটি নাম 'শহরে আলোর দিন'। এতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, নওশিন, মনির হুসেন প্রমুখ। নাটকটি প্রচার হবে আজ ২০ ফেব্রুয়ারি রাত ৯টায় এনটিভিতে। নাটকটি প্রযোজনা করেছেন ইনভেনশন মিডিয়া। নাটকের গল্প প্রসঙ্গে নওশীন বলেন, 'নাটকের গল্পটি আমার অনেক ভালো লেগেছে। এখানে পরিচালক আমাকে নতুনভাবে আবিষ্কার করার চেষ্টা করেছেন। আমিও চেষ্টা করেছি, আমার ভালো অভিনয়টা উপস্থাপন করতে। আশা করছি, নাটকটি সব শ্রেণীর দর্শকের ভালো লাগবে।