হলিউডের অন্যতম সফল তারকাযুগল হিসেবে উচ্চারিত হয় ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির নাম। সপ্তাহ খানেক আগে 'টুয়েলভ ইয়ারস এ স্লেভ' ছবির সহ-অভিনেত্রী কেনিয়ার লুপিটা নিওঙ্গোর প্রতি পিটের বিশেষ দুর্বলতার খবর চাউর হয়। তবে ১৬ ফেব্রুয়ারি ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়ে পিট-লুপিটা সখ্যের গুঞ্জনের আগুনে পানি ঢেলেছেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। অনুষ্ঠানে একই রকম পোশাক পরে হাজির হন পিট ও জোলি। তাদের দুজনের পরনেই ছিল সাদা শার্ট ও কালো স্যুট-প্যান্ট। সেখানে এই জুটির হাসিখুশি ও অন্তরঙ্গ আচরণ দেখে স্পষ্ট বোঝা যায়, তাদের মধ্যে কোনো মনোমালিন্য চলছে না।