শরীরটা ম্যাজম্যাজ করছে, আজ শ্যুটিং করতে পারব না। রাতে ফেসিয়াল করা হয়নি, আজ শ্যুটিং নয়। গালে ব্রন, এই অবস্থায় শ্যুটিং করলে মানুষে বলবে কী? মল্লিকার এমন একের পর এক অনুরোধ-আবদার মুখ বুজে সহ্য করেছেন ‘আ লিটল হেভেন ইন মি’ ছবির পরিচালক কেশ্যাব প্যানেরিয়া। কারণ নায়িকা হিসেবে মল্লিকাই ছিল তার সেরা পছন্দ। কিন্তু শেষঅবধি ধৈর্য্য ধরে রাখতে পারলেন না। সোজা সাপটা জানিয়ে দিলেন, এই ছবিতে আপনাকে আর দরকার নেই। আপনি যেতে পারেন।
‘আ লিটল হেভেন ইন মি’ নামের ইংরেজি ছবিটিতে লিড রোলে অভিনয়ের জন্য প্রথম থেকেই পরিচালক প্যানেরিয়ার পছন্দ ছিল মল্লিকা শেরাওয়াতকে ৷ পরিচালকের কথা অনুযায়ী, ‘মল্লিকাই ছিলেন সঠিক পছন্দ ৷ কিন্তু মল্লিকা খুব আনপ্রফেশনাল ৷ ওর সঙ্গে কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে ৷ তাই মল্লিকাকে দরকার নেই।'
এখন মল্লিকার বদলে নতুন কাউকে খুঁজতে শুরু করেছেন কেশ্যাব। পরিচালক আরও জানিয়েছেন, নতুন করে আবার শ্যুটিং শুরু করতে হবে ৷ নতুন একজনকে দরকার ৷ যে কাজ সর্ম্পকে সচেতন ৷অথচ এরইমধ্যে ১৫ দিনের শ্যুটিং শেষ হয়ে গেছে। খরচও হয়েছে ঢের। তারপরও মল্লিকাকে আর ছবিতে রাখতে চান না তিনি। সূত্র: ওয়েবসাইট।