সুজয়ের 'দূর্গারানি সিং' ছবি থেকে অসুস্থতার কারণে বিদ্যা বালান বিদায় নিলে, অনেক কষ্টে রাজি হন কঙ্গনা। এবার শোনা যাচ্ছে, সুজয়ের এই নতুন ছবি থেকে বিদায় নিতে চলেছেন কঙ্গনা রানাওয়াত। ডেট সমস্যার কারণেই ঘটতে চলেছে এই ঘটনা।
জানা গেছে, 'কুইন' ছবি হিট করার পর কঙ্গনার ঝুলিতে প্রচুর ছবি। 'তন্নু ওয়েডস মন্নু' সিকোয়েল, 'উঙ্গলি', ইরফান খানের সঙ্গে জুটি বেঁধে 'ডিভাইন লাভারস', আর তার উপর কঙ্গনা মন দিয়েছেন এক শর্ট ফিল্ম তৈরির কাজে। এই সব মিলিয়ে কঙ্গনা এখন খুব ব্যস্ত। সেই কারণেই সুজয়ের ছবিকে আপাতত না করেছেন কঙ্গনা।
তবে সুজয় চটজলদি ছবির চিত্রনাট্য নিয়ে হাজির হয়েছেন করিনা কাপুরের কাছে। 'দূর্গারানি সিং' এর মালিকানা আপাতত নবাবের বেগম করিনার কাছে।