এক টিনেজ ছাত্রের প্রেমে পড়েছেন সিমলা। স্কুল শিক্ষিকা সিমলা পাঠদান করতে গিয়ে একসময় তার চেয়ে বয়সে অনেক ছোট এক ছেলের প্রতি দুর্বল হয়ে পড়েন। কি হবে এই অসম প্রেমের পরিণতি? তাই দেখতে অপেক্ষা করতে হবে 'নিষিদ্ধ প্রেম' চলচ্চিত্রটি মুক্তি পাওয়া পর্যন্ত। এই চলচ্চিত্রের পাণ্ডুলিপি তৈরি ও নির্মাণ করছেন রুবেল সিদ্দিকী। এতে টিনেজ বয়সের চারজনের প্রেমের গল্প তুলে ধরা হবে। বিধবা নারী, বারবনিতা, শিক্ষক ও শিক্ষিকার অসম প্রেমকাহিনী বাণী সমৃদ্ধ হয়ে ফুটে উঠবে চলচ্চিত্রে। সিমলা বলেন, গল্প ভালো, নতুনত্ব আছে। তবে এখনো চুক্তিবদ্ধ হইনি। সবকিছু ঠিকঠাক থাকলে কাজ করতে পারি।