'দ্য ডিসেন্ডেন্টস'র আদর্শ বাবা জর্জ ক্লুনি বাস্তব জীবনে কখনো বাবা হতে চাননি। কখনো বাবা হবেন না, এ নিয়ে নব্বই দশকে অভিনেত্রী মিশেল পেইফারের সঙ্গে ১০ হাজার ডলারের বাজিও ধরেন তিনি। কিন্তু মনে হচ্ছে বাজির টাকাটা শেষ পর্যন্ত ফেইফারই জিতবেন। এখন বাবা হওয়ার জন্য রীতিমতো উদগ্রীব 'ওশেনস' সিরিজখ্যাত এই তারকা। লন্ডনভিত্তিক আইনজীবী আমাল আলামুদ্দিনের সঙ্গে বাগদানের পরই বাবা না হওয়ার পণ থেকে সরে এসেছেন তিনি। আমালুদ্দিন অসাধারণ এক মা হবেন বলে মনে করেন ক্লুনি। এখন বাবা-মা হওয়ার প্রস্তুতিও নিতে শুরু করেছেন তারা। এমনকি সন্তানসম্ভবা হয়ে বিয়ের পিঁড়িতে বসতে আপত্তি নেই তাদের।