শেষ পর্যন্ত বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন হলিউডের জনপ্রিয় রিয়েলিটি শো তারকা কিম কারদেশিয়ান ও হিপ হপ তারকা ক্যানি ওয়েস্ট। গতকাল তারা ইতালির ফ্লোরেন্সে এক জাকঝমকপূর্ণ অনুষ্ঠানে বিয়ে করেন বলে মাার্কিন সংবাদ মাধ্যম 'ইউএস উইকলি' জানায়।
ষোড়শ শতাব্দীতে নির্মিত ফ্লোরেন্সের বেলভেদেরে ফোর্টে তাদের বিয়ের অনুষ্ঠান হয়। মূলত শুক্রবার থেকে তাদের বিয়ের অনুষ্ঠান শুরু হয়। বিয়েতে জন লেজেন্ড, ক্রিসি তেজেন, অস্কার পুরস্কার জয়ী মুভি 'টুয়েলভ ইয়ারস অ্যা স্লেভ' এর পরিচালক স্টিভ ম্যাককুইনসহ আরো অনেক জনপ্রিয় তারকা উপস্থিত ছিলেন।
৩৩ বছর বয়সী কিম কারদেশিয়ানের এটা হচ্ছে তৃতীয় বিয়ে। আর ৩৬ বছর বয়সী ক্যানি ওয়েস্ট প্রথমবারের মতো বিয়ে করলেন।