অভিনেত্রী চাঁদনী অভিনয় ছেড়ে দিয়েছেন বলা যায়। কারণ সংগীতশিল্পী বাপ্পা মজুমদারকে বিয়ের পর থেকে তিনি নিজেকে গুটিয়ে নিয়েছেন। শুধু সংসারই নয়, শারীরিক অসুস্থতার কারণেই তার এই আড়াল জীবন। কিন্তু সুখবর হচ্ছে, সব ঝামেলা দূরে সরিয়ে তিনি আবার অভিনয়ে ফিরেছেন। 'দহন' শিরোনামের একটি ধারাবাহিকে অভিনয় করছেন বর্তমানে। এটি নির্মাণ করছেন অরণ্য আনোয়ার। নাটকে চাঁদনী আবুল হায়াতের প্রাক্তন স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। চাঁদনী বলেন, 'গত কয়েক বছরে কাজ কমিয়ে দিয়েছি। অরণ্য আনোয়ারের নাটকের মাধ্যমে আবারও দর্শকদের মাঝে ফিরতে যাচ্ছি। চমৎকার গল্প এবং চরিত্র। তাই বলতে পারি ভালো নাটক দিয়েই আবার শুরু করলাম।'