এবারের কান চলচ্চিত্র উৎসবে লম্বা ঝুলওয়ালা গাউন পরে লাল গালিচায় হেঁটেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। কিন্তু যে পোশাকটি তিনি পরেছিলেন সেটা মোটেও মৌলিক নয়। ঠিক একইরকম পোশাক পরে এ বছরের অস্কার আসরে হাজির হয়েছিলেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী ক্রিস্টিন চোনোওয়েথ। পোশাকটির জন্য ব্যাপক সমালোচিত হওয়ার পাশাপাশি অস্কার আসরে সবচেয়ে বাজে পোশাক পরা তারকা হিসেবেও ঘোষণা করা হয় ক্রিস্টিনের নাম। গাউনটির নকশা করেন ইতালির রবার্তো কাভাল্লি। এটি তিনি প্রথমে ক্রিস্টিনের জন্য করেছিলেন। যা পরে ক্রিস্টিন সমালোচিত হয়েছিলেন। ঠিক একই পোশাক কেন তিনি ঐশ্বর্যকে দিলেন তাই এখন প্রশ্ন।