আবারো নতুন করে ঐশ্বরিয়ার প্রেমে পড়েছেন জুনিয়র বচ্চন। সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায়ের স্বামী বলিউড অভিনেতা অভিষেক বচ্চন কান ফিল্ম ফেস্টিভ্যালের অংশ হিসেবে ফ্রেঞ্চ রিভিয়েরাতে অংশগ্রহণ করার পর মুচকি হেসেই ছোট্ট মন্তব্যটি করলেন, “আমি পাশে আছি বলেই ঐশ্বরিয়া সুন্দর।”
বৃহস্পতিবার রাতে আম্ফার গালায় এক অসাধারণ রূপে আবির্ভূত হয়েছিলেন এই জুটি। কালোয় মোড়া অভিষেক আর অভিজাত চাকচিক্যময় আরেকটি সোনালী গাউনে ঐশ্বরিয়া- একদম নিখুঁত জুটি যেন! ফটোশ্যুটের জন্য এই জুটি পরস্পরের ঘনিষ্ঠ হয়ে দুজন দুজনের চোখের দিকে অপলক তাকিয়ে থেকে একটি রোমান্টিক ছবিও উপহার দিলেন গালায় উপস্থিত সাংবাদিকদের।
অনুষ্ঠান থেকে ফেরার পরেও যেন অভিষেক ভুলতে পারছিলেন না স্ত্রীর ভুবনভোলানো রূপের কথা! তাই ঐশ্বরিয়ার চোখধাঁধানো সৌন্দর্যে মুগ্ধ হওয়ার মুহূর্তটির কথা ভক্তদের সরাসরি জানালেন টুইটারের মাধ্যমে।
অভিষেক টুইটারে লেখাটি শুরু করেছেন গালায় করা সেই মন্তব্যটি দিয়েই- “আমি পাশে আছি, বলেই ঐশ্বরিয়া সুন্দর।” তবে এখানেই শেষ নয়, খানিকটা মজা করার ছলেই বললেন- “আমার পাশে দাঁড়ালে তো যে কাউকেই সুন্দর লাগবে!”
মরণব্যাধি এইডসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য তহবিল গঠনের উদ্দেশ্যে আম্ফার সিনেমার প্রদর্শনী উপস্থাপনা করেছেন এই জুটি। সঙ্গে ছিলেন তাদের কন্যা আরাধ্যাও।