ঈদের কাজের কি খবর?
বর্তমানে আমাদের দেশে টেলিভিশনের সংখ্যা বেড়েছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কাজের পরিমাণ। আর সামনে ঈদ। দম ফেলার সময় পাচ্ছি না।
কী নিয়ে এখন ব্যস্ত?
নাটক, নাটক আর নাটক। ঈদের কাজ, পাশাপাশি যে ধারাবাহিকগুলো চলছে, সেগুলোর কাজও করছি। সকাল থেকে রাত পর্যন্ত আমার নিজের জন্য এতটুকু সময় অবশিষ্ট নেই।
এবারও 'সিকান্দার বঙ্' নাটকে আপনাকে পাচ্ছি?
হ্যাঁ, 'সিকান্দার বঙ্' চরিত্র নিয়ে সাগর জাহান এর আগে ছয়টি ধারাবাহিক তৈরি করেছেন। দর্শক এই নাটকগুলো দারুণ পছন্দ করেছে। সবকটিতেই আমি অভিনয় করেছি। এবার করছি সাত নম্বরটি। নাম সিকান্দার বঙ্রে হাওয়াই গাড়ি। এবারও আমার সঙ্গে আছেন তিশা। ঈদে ধারাবাহিকটি বাংলাভিশনে প্রচার হবে। উত্তরায় নাটকটির শুটিং চলছে। এবার আমি আঞ্চলিক ভাষায় কথা বলব। আমার অভিনয় ক্যারিয়ারে সিকান্দার বঙ্ একটি বিরাট অংশ জুড়ে আছে। নাটকটি নিয়ে আর কিছু বলতে চাই না। অনেক চমক থাকছে। দর্শকরা পর্দায়ই উপভোগ করবেন।'
ঈদের জন্য এখন আর কী কাজ করছেন?
মারুফ মিঠুর 'ঝালখোর'। এই নাটকে আমাকে প্রচুর ঝাল খেতে হবে! ভাবতেই ভয় পাচ্ছি। এ ছাড়া রতন রিপনের সাত পর্বের নাটক 'তিন বেকারের কর্মশালা' আর সালাহউদ্দিন লাভলুর ছয় পর্বের নাটক 'লায়েক চাঁন দ্য গ্রেট-এর কাজ শেষ। এক ঘণ্টার আর টেলিছবির কাজ তো আছেই।
'পরিবার করি কল্পনা' নাটকটি নিয়ে কিছু বলুন।
ধারাবাহিকটি দুজন পরিচালনা করছেন, রেদওয়ান রনি ও পল্লব বিশ্বাস। অন্য রকম একটি চরিত্রে অভিনয় করছি। সব সময় মোহ আমাকে আচ্ছন্ন করে রাখে। নিজের তৈরি একটা জগতের মাঝে থাকতে পছন্দ করি। ভালোই। যারা দেখেছেন, তাদের অনেকেই প্রশংসা করেছেন।
মঞ্চকে মিস করেন?
মঞ্চই ছিল আমার মূল ধ্যানজ্ঞান। এসএসসি পাস করে ঢাকায় এসে আমি নাম লিখিয়েছিলাম নাট্যকেন্দ্রে। সেখানে আমি পেয়েছি তারিক আনাম খান, ঝুনা চৌধুরী, জাহিদ হাসান এবং তৌকীর আহমেদের মতো মানুষজনের সাহচর্য। সেটাই আমাকে গড়ে দিয়েছিল অনেকখানি। মঞ্চের হয়ে আমি অনেক করেছি।
নতুনদের নিয়ে কিছু বলেন।
্নতুনরা অনেক ভালো করছে আমার কাছে মনে হয়। আর নতুন অভিনেতা-অভিনেত্রী ও পরিচালকদের সঙ্গে আমার কাজ করতে ভালো লাগে।
* আলী আফতাব