কবরীকে চিরায়ত বাঙালি নারী বলেই সবাই চেনেন এবং ডাকেন। কারণ, চলনে-বলনে ষোলোআনা বাঙালিয়ানাকে নিজের মধ্যে সবসময় ধারণ করে রেখেছেন তিনি। শাড়ি তার প্রিয় পোশাক। শাড়ির মধ্যে সিল্ক তার সবচেয়ে বেশি প্রিয়, বিশেষ করে সোনালি ও চাপা সাদা রঙের সিল্ক শাড়ি। যে কোনো অনুষ্ঠান বা দাওয়াতে শাড়িই পরেন তিনি। তবে সাধারণ সময় ঘরে-বাইরে সালোয়ার-কামিজ পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
দেশের বাইরে ভ্রমণের সময় বা কোনো উৎসবে যোগ দিতে বেছে নেন স্যুট-প্যান্ট।
হালকা গয়না পছন্দ করেন তিনি। কখনো কখনো পার্টি থাকলে ভারী গয়না পরতে হয় তাকে। নিজেকে ফিট রাখতে নিয়মিত হাঁটেন, ব্যায়াম করেন। সুষম ডায়েট করেন। চেষ্টা করেন ভাত কম খেতে।
বেড়াতে পছন্দ করলেও সময়-সুযোগ হয়ে ওঠে না আজকাল। তবে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে ভালোবাসেন।
সময় পেলে বই পড়েন, সিনেমা দেখেন। কোনো দেশে গেলে সেখান থেকে সংগ্রহ করেন ঐতিহ্যবাহী জিনিস। সেকেলে জিনিসের প্রতি বিশেষ দুর্বলতা আছে তার।