অভিনেত্রী, রাজনীতিবিদ কিংবা সমাজসেবক- সব কিছুর উপরে সংসার আর সন্তানকে স্থান দেন কবরী। তাই প্রথম সন্তান অঞ্জন চৌধুরীর জন্মের আগে কাজ থেকে বিরতি নেন তিনি। পাঁচ ছেলের জননী কবরী। নিজেকে তাই পঞ্চপাণ্ডবের মা বলতেই ভালোবাসেন। অঞ্জন চৌধুরী ওয়াশিংটনের একটি আইটি ফার্মে চাকরি করছেন। পরের জন রেজওয়ান চৌধুরী নিউইয়র্কের স্টেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছেন। তৃতীয় ছেলে শাকের ওসমান অঙ্ফোর্ড বরুকস থেকে ফিল্ম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিষয়ে গ্র্যাজুয়েশন করেছেন। চতুর্থ ছেলে চিশতী জয়নাল বোস্টন নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট এবং কানাডার অটোয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন। ছোট ছেলে শান ওসমান কানাডার গ্রিনউড স্কুল থেকে গ্র্যাজুয়েশন করেছেন।