হেমামালিনীর ভক্তদের জন্য দারুণ সুখবর। একটা দীর্ঘ ব্রেকের পর পর্দায় ফিরে আসতে চলেছেন তিনি। পরিচালক রমেশ সিপ্পির সঙ্গে 'আন্দাজ', 'সীতা অউর গীতা', 'শোলে'-র মতো সুপারহিট ছবিতে কাজ করেছেন হেমা। সেই তারাই আবার টিম-আপ করেছেন। এবার তারা তৈরি করছেন একটা রোম্যান্টিক কমেডি।
নতুন ছবি সম্পর্কে 'ড্রিমগার্ল' বলছেন, 'এটাও আমার কেরিয়ারের একটা খুব গুরুত্বপূর্ণ ছবি।' ছবির নাম 'সিমলা মির্চি'। ছবিতে এক সিঙ্গল মাদারে ভূমিকায় পাওয়া যাবে হেমাকে। মেয়ের ভূমিকায় রাকুল প্রীত সিং। গল্পটায় একই পুরুষের প্রতি আসক্ত হয়ে পড়েন মা আর মেয়ে। তারপর নানা মন কষাকষি। মান-অভিমান।
হেমা বলেন, 'এখন তো পার্লামেন্টে ব্যস্ত থাকি৷ আবার আমার নির্বাচনী কেন্দ্র অর্থাৎ মথুয়ারও নানা কাজ থাকে৷ এরই মধ্যে হঠাৎ করেই এই ছবির প্রস্তাবটা এসে পড়ল৷ রাজি হয়ে গেলাম৷'
হেমা জানান, এখনও নানা ছবিতে কাজের জন্য তার কাছে মাঝেমধ্যে প্রস্তাব আসতে থাকে৷ কিন্তু তিনি সঙ্গে সঙ্গে 'হ্যাঁ' বলে দিতে পারেননা সাধারণত। কারণটা স্পষ্ট, সংসদে তাঁর অনেকটা সময় চলে যায়। মথুরার কাজেও তিনি ব্যস্ত থাকেন৷ কিন্ত্ত এই ছবিটার স্ক্রিপ্টটা তার আর পাঁচটা ছবির থেকে একেবারেই আলাদা বলে মনে হয়েছে। প্রচুর অভিনয়ের সুযোগ রয়েছে। আর রমেশ সিপ্পির সঙ্গে তার ইক্যুয়েশন বরাবরই ভালো। তাই আর অরাজি হতে পারেননি হেমা।
রমেশ সিপ্পি প্রসঙ্গে বলেন, 'রমশেজি অনেক দিন পরে আবার পরিচালনায় আসছেন৷ ওকে না বলা আমার সাধ্য নয়৷ 'শোলে', 'সীতা অউর গীতা', 'আন্দাজ'-এর মতো ছবিগুলো থেকে ওর জাত চেনা যায়৷ আর এই সবক'টাতেই আমি কাজ করেছি৷ রমেশজির নতুন ছবিটাও আমার কেরিয়ারে একটা নতুন দিক খুলবে বলে আশাবাদী আমি৷'
কেমন করে 'সিমলা মির্চি'-র জন্য সময় বের করলেন? সহাস্য হেমার উত্তর, 'যে রকম ভাবে জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ কাজের জন্য সময় বের করি!'