বলিউড তারকা রেখাকে যখন রাজ্যসভায় পাওয়া যাচ্ছে না তখন তার শ্রেষ্ঠ বিকল্প হতে পারেন অভিনেত্রী থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া রাখি সাওয়ান্ত। এমনটাই মনে করছেন রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার সভাপতি তথা রাজ্যসভার সদস্য রামদাস আথভালে।
মহারাষ্ট্রের শিবসেনা-বিজেপি জোটের সঙ্গী রামদাস রেখার অনুপস্থিতি নিয়ে বিতর্কে রেখার মনোনয়ন নিয়ে খোঁচা দিতে পাল্টা আশ্বাস দেন, রাখি সাওয়ান্তের উপস্থিতির বিষয়ে তিনি নিশ্চয়তা দেবেন। রামদাসের বর্তমান সরকারকে পরামর্শ, ভবিষ্যতে কাউকে মনোনয়ন দেওয়ার আগে একটু ভেবে দেখা হয় যেন।