২০১২ সালে উমেশ শুক্লার একটি সিনেমা বলিউডের কমার্শিয়াল সিনেমার ধরণটাই পুরো বদলে দিয়েছিল। এই প্রথম একটি ছবিতে পরেশ রাওয়াল অভিনয় করেছিলেন মুখ্য ভূমিকায় এবং সিনেমাটি দর্শক ও সমালোচকদের থেকে ভূয়সী প্রশংসা পেয়েছিল। অক্ষয় কুমার রূপী কৃষ্ণও মন জয় করে নিয়েছিল দর্শকদের। ছবির নাম ‘ওএমজি- ওহ মাই গড’।
এবার সেই ছবির অনুপ্রেরণায় ছোটপর্দায় তৈরি হবে নতুন ধারাবাহিক। যশপাল শর্মা এই টেলি শো’টিতে অভিনয় করবেন পরেশ রাওয়ালের চরিত্রে। স্বভাবতই এই ধরনের একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে বেশ উত্তেজিত এই টিভি অভিনেতা। ‘নীলি ছত্রি ওয়ালে’ টেলি ধারাবাহিকের শ্যুটিং শুরু হয়ে গেছে। ধারাবাহিকটিতে একজন মধ্যবিত্ত মানুষ ভগবান দাসের জীবনের সমস্যা এবং তারপরে ভগবান শিবের সঙ্গে তার সম্পর্ক নিয়ে ধারাবাহিকটির গল্প এগোতে থাকে।