ভারতের ৬৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খান। বৃহস্পতিবার তার নতুন ছবি 'হ্যাপি নিউ ইয়ারের' ট্রেলর লঞ্চ অনুষ্ঠানে শাহরুখ বলেন, "কাল (শুক্রবার) সব ভারতীয়দের কাছে সবচেয়ে গর্বের দিন। স্বাধীনতা দিবসের থেকে বেশি গুরুত্বপূর্ণ দিন আর হয় না। এ দিন ট্রেলর লঞ্চে দেশাত্মবোধক গানের সঙ্গে অনুষ্ঠান করে ফিকটিশাস ডান্স ট্রুপ।"
হ্যাপি নিউ ইয়ারের সঙ্গীত পরিচালক জুটি ছবির গান 'ইন্ডিয়াওয়ালে' উপস্থাপনা করেন অনুষ্ঠানে। রেড চিলিজ এন্টারটেনমেন্ট প্রযোজিত, ফারহা খান পরিচালিত ছবিতে অভিনয় করেছেন শাহরুখ খান, দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, সোনু সুদ, বোমান ইরানি ও ভিভান শাহ।
আগামী দিওয়ালিতে মুক্তি পাচ্ছে ছবিটি।