ক্যামেরার সামনে নিজেকে মেলে ধরতে পুনম পান্ডে, সানি লিওন, শার্লিন চোপড়া কেউ কারও চেয়ে কম যান না। সানির ব্যাপারটা আলাদা। সে ভারতীয় বংশোদ্ভূত হলেও বেড়ে উঠেছে কানাডায় পশ্চিমা ধাচে। নিজেকে নিয়ে গেছে সরাসরি পর্ণো জগতে। কিন্তু ভারতীয় সংস্কৃতি লালন করা তারকারা যখন নিজেকে অনেক সাহসীভাবে ক্যামেরার সামনে উপস্থাপন করে তখন তা হয় 'টক অব দ্য টাউন'। এবার সেই আলোচনার টেবিলে জায়গা করে নিলেন শার্লিন চোপড়া। প্লেবয় ম্যাগাজিনের জন্য প্রথম ভারতীয় মডেল হিসেবে নগ্ন ছবি তুলেছেন শার্লিন।
এর আগে ব্যাড গার্ল ইমেজের জন্য মাঝেমধ্যেই সংবাদের বিষয়বস্তু হয়ে উঠতেন তিনি। কামসূত্র থ্রিডি তে নিজেকে মেলে ধরেছেন স্বাবলীলভাবে। এবার যা করেছেন তাতে তার ওপর প্রচারের আলো আরো বেশি মাত্রায় পড়বে বলেই মনে করা হচ্ছে। প্লেবয় ম্যাগাজিনের জন্য বিবসনা হয়ে ক্যামেরার সামনে দাঁড়ালেন শার্লিন।
একটি সাক্ষাৎকারে শার্লিন জানিয়েছেন, প্লেবয়ের জন্য ফটোশুট করে দারুণ আনন্দ পেয়েছেন তিনি। এই অনুভূতি অসাধারণ।