এবার বলিউডের বর্তমান সময়ের ক্রেজ কণ্ঠশিল্পী অরিজিৎ সিংয়ের গানে ঠোঁট মেলাবেন শীর্ষ নায়ক শাকিব খান। শামীম আহমেদের নির্দেশনায় নির্মিতব্য চলচ্চিত্র 'মেন্টাল' এর জন্য সম্প্রতি গানটি রেকর্ড করা হয় মুম্বাইয়ের একটি স্টুডিওতে। গানের কথা হলো- 'খোলা ছিলো যে আকাশ এক চিলতে রোদ হয়ে এলি তুই'। এর গীতিকার হলেন- কলকাতার প্রসেন। সুর ও সংগীত আয়োজন করেন কলকাতার প্রসেনজিৎ ডাব্বু ঘোষাল।
২০০৫ সালে ভারতের সনি টিভি চ্যনেল আয়োজিত সংগীত প্রতিভা অন্বেষণমূলক প্রতিযোগিতার অনুষ্ঠান 'ফেইম গুরুকুল' এ অংশ নেন অরিজিৎ সিং। এরপর চলচ্চিত্রের গানে নিয়মিত হন তিনি। সম্প্রতি বলিউডে মুক্তিপ্রাপ্ত 'আশিকী টু' ও কলকাতার 'বোঝে না সে বোঝে না' চলচ্চিত্রে গান করে তুমুল জনপ্রিয়তা পান এবং ফিল্ম ফেয়ারসহ নানা পুরস্কার লাভ করেন অরিজিৎ। এ ছাড়াও বর্তমান সময়ে বলিউড ও টলিউডের ছবিতে গানের জন্য অপরিহার্য হয়ে পড়েছেন কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। তার গান মানেই নতুন প্রজন্মের কাছে ক্রেজ।
এদিকে শাকিব খান বলেন, উপমহাদেশের জনপ্রিয় শিল্পীদের দিয়ে এদেশের চলচ্চিত্রে প্লে-ব্যাক করানো নতুন কিছু নয়। সময়ের জনপ্রিয় গায়কদের দিয়ে গান করালে ছবির ম্যারিট বৃদ্ধি পায়। দর্শকের আকর্ষণও বাড়ে। অরিজিৎ এ সময়ের জনপ্রিয় শিল্পী। তাই তার গানের চাহিদার দিকে লক্ষ্য রেখে এই ছবিতে তার গানটি ধারণ করা হয়েছে।