সম্প্রতি 'জল পড়ে পাতা নড়ে' নিয়ে বিভ্রান্তিতে পড়েছে শ্রোতারা। আপনার বক্তব্য কি?
এ গানটি আমার। ২০০৫ সালে নিজের টাকায় গানটি করি। গানটির সংগীতায়োজন করেছিলেন শওকত আলী ইমন আর লিখেছেন কবির বকুল। কিন্তু আমার বন্ধু ইমন আমাকে না পেয়ে গানটি বেবী আপা (বেবী নাজনীন) ও বিশ্বদাকে (কুমার বিশ্বজিৎ) নিয়ে গাইয়ে ফেলে। পরবর্তীতে আমি বিষয়টি নিয়ে জানতে চাইলে ইমন আমার কাছে ক্ষমা চায়। আমি তাকে ক্ষমা করে দিই এবং আমরা আবার এক সঙ্গে কাজ শুরু করি। কিন্তু ঈদে একটি গানের অনুষ্ঠানে আমার এ গানটি বেবী আপা গায় এবং গানটি নিজের বলে দাবি করে। বিষয়টি আমার কাছে কষ্ট লেগেছে। আমি সবার প্রতি শ্রদা্ল জানিয়ে বলতে চাই, এ গানটি আমার।
'বোকামন' অ্যালবাম নিয়ে কেমন সাড়া পাচ্ছেন?
অনেক ভালো সাড়া পাচ্ছি। আমার এ অ্যালবামটি একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই অ্যালবামের গানগুলো আমার জীবনের সঙ্গে মিশে গেছে।
নতুন কোনো কাজ শুরু করেছেন?
নতুন কাজ বলতে আমার এই অ্যালবামে 'শ্যাম পিরিতি' শিরোনামের একটি গান আছে। ওই গানটি মিউজিক ভিডিওর কাজ শুরু করে দিয়েছি। এছাড়া ২০ তারিখে আমেরিকা যাচ্ছি একটি স্টেজ শো করতে।
আপনার প্রথম একক অ্যালবাম করার আগে ১৯৯৩ সালে বাংলা ছবিতে প্রথম প্লেব্যাক করেছেন, তাছাড়া ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন?
আমি আগে শখে গাইতাম। তবে 'বিদ্রোহী বধূ' ছবিতে প্রথম প্লেব্যাক করেছিলাম। আর অ্যালবাম প্রকাশের আগে আমার ৫০-৬০টি ফিল্মের গান করা হয়েছে। তখন আমি ভয়েস দিতাম শাবানা, ববিতা, কবরী, চম্পা, দিতি আন্টির। এটা শিল্পী হিসেবে আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আর আমার প্রথম একক 'প্রথম কলি' প্রকাশিত হয় ১৯৯৭ সালে।
আপনি তো 'ভাত দে' ছবিতে শিশুশিল্পী চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন, এরপর 'এক কাপ চা' ছবিতেও অভিনয় করেছেন। আর অভিনয় করলেন না কেন?
আমি নিজেকে একজন কণ্ঠশিল্পী হিসেবেই ভাবতে ভালো লাগে। কিন্তু চলচ্চিত্রে অভিনয় করার অফার পায় প্রতিনিয়তই। তারপরও মনে হয় এখনই শুরু করলাম। আর বর্তমানে যারা নতুন শিল্পী আছে তাদের সঙ্গে আমারও নাম নেয় শ্রোতারা। এটা আমার খুব ভালো লাগে। শ্রোতারা আমাকে সেই চোখে দেখে। এটা আসলে আল্লাহর রহমত ও আমার কাজের নিষ্ঠা। আর এভাবেই আমি কাজ করে যেতে চাই। আমার মনে হয় কাজ করার জন্য এটাই আমার উপযুক্ত সময়। আমি আমার নিজের কাজ বেছে এখন করতে পারি।
নতুন শিল্পীদের নিয়ে আপনার মন্তব্য কী?
এ সময়ে অনেক শিল্পীই তো হঠাৎ স্টার হয়েছে। অল্প সময়ে দেখে ফেলে প্রচুর অর্থ আর সম্মান। দেখা গেছে, কোনো প্রতিযোগিতা থেকে বেরিয়ে তারা এত পরিমাণের স্টেজ শো করে তাতে করে গানের চর্চাটাও ভুলে যায়। এতে করে গানের কলাটা নষ্ট হয়ে যায় এবং অল্প দিনে সংগীত জগৎ থেকে বিদায় নিতে হয়। কিন্তু তাদের মধ্যে অনেক নতুন শিল্পী ভালো করছে।
এর কারণ কি বলে আপনি মনে করেন?
গান হচ্ছে কান ও মনের জিনিস। তাই গান মনেও ধরতে হবে। এখনকার কয়টি গান শ্রোতাদের মনে ধরছে? কান পর্যন্ত হয়তো পৌঁছাচ্ছে কিন্তু মনে ধরছে না। কারণ মেশিন দিয়ে কোনো রকম কাজ করে গান করলে তা বুকের মধ্যে পেঁৗছবে না।
আলী আফতাব