এ বছরই বিয়ে করবেন প্রীতি জিনতা। সম্প্রতি এমন ঘোষণা নিউইয়র্ক থেকে তিনি নিজেই দিয়েছেন। তবে হবু বর সম্পর্কে কিছু জানাননি তিনি। দেশে ফিরেই পাত্র সম্পর্কে বিস্তারিত জানাবেন। তিনি বলেছেন, আমি এমন একটি মানুষকে বিয়ে করতে চেয়েছিলাম যে আমাকে বুঝবে। সে রকম একজন মানুষই আমি পেয়েছি। যদিও পারিবারিকভাবে আমাদের বিয়ের কথাবার্তা হয়েছে। এরপর আমরা বেশ কয়েকবারই দেখা করেছি। নিজেদের জেনেছি, বুঝেছি। অবশেষে পাকাপাকি হয়েছে সবকিছু। তবে বিষয়টি সম্পর্কে এখনই কিছু বলতে চাচ্ছি না। দেশে ফিরে সবাইকে পাত্রের সঙ্গে পরিচয় করিয়ে দেব।
এদিকে সাবেক প্রেমিক ও আইপিএলের ব্যবসায়িক অংশীদার নেস ওয়াদিয়ার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করে নতুন করে আলোচনায় আসনে প্রীতি জিনতা। নেসের বিরুদ্ধে প্রীতির করা অভিযোগটির তদন্ত এখনো চলছে। বেশ কিছু সাক্ষীর বক্তব্য নিয়েছে মুম্বাই পুলিশ। এখন পর্যন্ত প্রীতির দিকেই এই মামলাটির পাল্লা ভারী রয়েছে। অভিযোগ প্রমাণ হলে সাত বছরের জেলসহ মোটা অংকের অর্থ জরিমানা হতে পারে নেস ওয়াদিয়ার। তবে এসব ভুলে গিয়ে এখন প্রীতি অবস্থান করছেন নিউইয়র্কে। ছুটি কাটাতেই সেখানে গিয়েছেন তিনি। সেখান থেকে নিয়মিত পুলিশের সঙ্গে অবশ্য যোগাযোগ রক্ষা করে চলেছেন। এদিকে সেখানেই নিজের প্রযোজিত নতুন ছবির মহরত করবেন বলেও জানা গেছে। এরই মধ্যে এ ছবিটির সবকিছু পাকাপাকি হয়েছে। প্রীতির এ ছবিতে অভিনয় করবেন অর্জুন রামপাল ও চিত্রাঙ্গদা। মূল ভূমিকায় অভিনয় করবেন প্রীতি জিনতা। এই ছবির মধ্য দিয়ে প্রায় দুই বছর পর চলচ্চিত্রে ফিরতে যাচ্ছেন তিনি।