বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি চলচ্চিত্রকার এম এ জলিল অনন্তর উচ্ছ্বসিত প্রশংসা করেছে। এক প্রশংসাপত্রে বলা হয়, 'চলচ্চিত্রের এই দুঃসময়ে 'মোস্ট ওয়েলকাম টু' ছবিটি এবারের ঈদে মুক্তি পেয়ে ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। এই ছবিটি প্রমাণ করে আমাদের ছবিই আমাদের এই শিল্পকে বাঁচিয়ে রাখতে যথেষ্ট, উপমহাদেশীয় ছবি আমদানির কোনো প্রয়োজন নেই। এ ধরনের ছবি বেশি করে নির্মাণ হলে এদেশের চলচ্চিত্র শিল্প আবার নিঃসন্দেহে মাথা উঁচু করে দাঁড়াবে। সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার স্বাক্ষরিত এই পত্রে অনন্তকে ধন্যবাদ জানানো হয়।