মুম্বাই সিনেপাড়ায় চলছে জোর গুঞ্জন, খুব শীঘ্রই আবার হিন্দিতে নির্মিত হতে যাচ্ছে 'টারজান'। আর এতে জেইন চরিত্রে দেখা যেতে পারে সানি লিওনিকে। 'টারজান'র রিমেইক করার কথা ভাবছেন নির্মাতা সোহাম শাহ। আর জেইন চরিত্রে তার পছন্দ লিওনিকেই। এর আগে সোহাম নির্মাণ করেছেন 'কাল' এবং 'লাক'র মতো সিনেমা। তবে 'টারজান' নির্মাণের ব্যাপারে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগেও হিন্দিতে বানানো হয়েছে 'টারজান'।
১৯৮৫ সালে অভিনেতা হেমান্ত বির্জ এবং কিমি কাতকারকে নিয়ে সিনেমাটি নির্মাণ করেছিলেন বি সুভাষ। আফ্রিকার গহীন জঙ্গলে জন্তু-জানোয়ারের সন্নিধ্যে বেড়ে ওঠা টারজান একটি কাল্পনিক চরিত্র যে প্রথম আবির্ভূত হয় ১৯১২ সালে। এডগার রাইস বারোজের উপন্যাসের মধ্য দিয়ে পৃথিবীর সঙ্গে পরিচিত হয় টারজান।
আইএমডিবির হিসাব অনুযায়ী, ১৯১৮ সালের পর থেকে এখন পর্যন্ত টারজানকে নিয়ে বিশ্বব্যাপী ২০০টির বেশি সিনেমা তৈরি হয়েছে।