নরেন্দ্র মোদির ডাকে স্বচ্ছ ভারত নির্মাণে পথে নেমেছে গোটা দেশ। মোদির ডাকে সাড়া দিলেন বলিউডের নামি দামি তারকারাও। প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে আমির খান, সালমান খান, সাংসদ-অভিনেত্রী কিরণ খের, ঝাঁটা হাতে ময়দানে নামার চ্যালেঞ্জ নিলেন তাঁরাও।
‘ক্লিন ইন্ডিয়া’ চ্যালেঞ্জে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করে বৃহস্পতিবার সকালে টুইট করলেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি জানান, এই অভিযানে অংশগ্রহণ করতে চান তিনি৷ ঝাড়ু হাতে রাজপথে নামতে চান তিনিই। তিনি আরও বলেন, 'যদি আমরা নিজেরা এই উদ্যোগ নিয়ে থাকি তবেই এই অভিযান সম্পন্ন হবে৷ আমরা যা করছি তা আমদের নিজেদের ভালোর জন্যই করছি৷'
অন্যদিকে প্রচ্ছন্নে ক্লিন ইন্ডিয়ার ব্রান্ড অ্যাম্বাসাডর হওয়ার ইচ্ছা জাহির করলেন আমির খান৷ তিনি বলেন, 'আমাকে ক্লিন ইন্ডিয়ার ব্রান্ড অ্যাম্বাসাডর বানানো হলে আমি খুশি হবো।' এই উদ্যোগে দেশের প্রতিটি মানুষের সামিল হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি৷ আমির জানান, তিনি নিজে তাঁর অফিস ও ঘর দুই’ই নিজের হাতে পরিষ্কার করেন।
বিডি-প্রতিদিন/২ অক্টোবর, ২০১৪/জান্নাত