সম্প্রতি 'ম্যারি কম' সিনেমা দিয়ে ভক্ত এবং সমালোচকদের খুশী করতে পেরেছেন তিনি। তবে শোনা যাচ্ছে, বক্সিং গ্লাভস খুলে রেখে এবার আইটেম গার্ল হওয়ার প্রস্তুতি নিচ্ছেন প্রিয়াংকা।
জানা গেছে, মধুর ভান্ডারকরের পরবর্তী সিনেমার গল্প একজন ‘আইটেম গার্ল’কে কেন্দ্র করে। ঘটনাক্রমে যে একজন প্রভাবশালী রাজনীতিবিদ হয়ে ওঠে। এই চরিত্রেই ভাবা হচ্ছে প্রিয়াংকাকে। প্রিয়াংকা অবশ্য শর্ত জুড়ে দিয়েছেন। চরিত্রটা আইটেম গার্লের হলেও, খুব বেশি খোলামেলা পোশাক পরবেন না তিনি।
'পিংকি হ্যায় প্যায়সেওয়ালো কি' আইটেম গানে সর্বশেষ দেখা গিয়েছিল প্রিয়াংকা চোপড়াকে।
বিডি-প্রতিদিন/২ অক্টোবর, ২০১৪/জান্নাত