দুর্গাপূজো, নবরাত্রির মওসুমে তৈরি বক্সঅফিসও। অষ্টমীতে মুক্তি পেল ব্যাং ব্যাং ও হায়দর। বছরের সেরা ছবি হওয়ার সম্ভাবনা রয়েছে দুটি ছবিরই।
হায়দরের থেকে প্রায় ৬ গুণ বেশি বাজেটে ১৮০ কোটি টাকায় তৈরি হয়েছে ব্যাং ব্যাং। হায়দরের শাহিদ-শ্রদ্ধা জুটির থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ব্যাং ব্যাং-এর হৃত্বিক-ক্যাটরিনা জুটি। কিন্তু তবুও ব্যাং ব্যাংয়ের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বিশাল ভরদ্বাজের হ্যামলেট অবলম্বনে হায়দর।
যেখানে সারা ভারতে মোট সাড়ে চার হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ব্যাং ব্যাং, সেখানে তার মাত্র এক তৃতীয়াংশ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে হায়দর। তবে পরিচালক হিসেবে সিদ্ধার্থ আনন্দের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন বিশাল ভরদ্বাজ।