ঈদে আনন্দ মুখর ও খুশির দিনে পরিবারের আপনজন, বন্ধু-বান্ধব সবাইকে নিয়ে ঘুরে বেড়াতে শিহরণ ও রোমাঞ্চ জাগানো সকলের প্রিয় বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্সে ও ফয়'স লেক কমপ্লেক্স সেজেছে ঈদের মনোরম সাজে।
দেশের সর্ববৃহৎ বিনোদন কোম্পানী কনকর্ড এন্টারটেইনমেন্ট কোঃ লিঃ - ফ্যান্টাসি কিংডম, ওয়াটার কিংডম, এক্সট্রিম রেসিং গো-কার্ট, হেরিটেজ পার্ক ও রিসোর্ট আটলান্টিস এই পাঁচ বিশ্বমানের বিনোদন কেন্দ্র নিয়ে গড়ে তুলেছে ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স এবং চট্টগ্রামের ফয়'স লেকে কনকর্ড এ্যামিউসমেন্ট ওয়ার্ল্ড ফয়'স লেক, কনকর্ড সী-ওয়ার্ল্ড ও ফয়'স লেক রিসোর্ট এই তিন বিশ্বমানের বিনোদন কেন্দ্র নিয়েই ফয়'স লেক কমপ্লেক্স।
ফ্যান্টাসি কিংডম : দুরন্ত গতিতে ছুটে চলা রোমাঞ্চকর অনুভূতি ও শিহরণ জাগানো উত্তেজনাকর রাইড রোলার কোস্টার এই পার্কের সবচেয়ে জনপ্রিয় রাইড। এছাড়াও রয়েছে জায়ান্ট ফেরিস হুইল, জুজু ট্রেন, হ্যাপি ক্যাঙ্গারু, বাম্পার কার, ম্যাজিক কার্পেট, সান্তা মারিয়া, জায়ান্ট স্পাশ, জিপ এরাউন্ড, পনি এ্যাডভেঞ্চার, ইজি ডিজি সহ ছোট বড় সকলের জন্য মজাদার সব রাইডস্।
ওয়াটার কিংডম : সুবিশাল জলরাজ্যে বিনোদন এক অভাবনীয় সুযোগ, যা কিনা কনকর্ড ওয়াটার কিংডমে সম্ভব। মাটির নিচে দিয়ে মনমুঙ্কর ও আকর্ষণীয় ভার্চুয়্যাল এ্যাকুরিয়াম টানেল পার হয়ে প্রবেশ করতে হয় ওয়াটার কিংডমে। কৃত্রিম ভাবে সৃষ্ট সাগরের উত্তাল ঢেউ তৈরী করা রাইড ওয়েভ পুল এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় রাইড।
হেরিটেজ পার্ক : ইতিহাস-ঐতিহ্য ও বিভিন্ন সংস্কৃতির সমন্বয়ে গড়ে ওঠা আমাদের এই বাংলাদেশ। আর এই ইতিহাস ও সংস্কৃতির সাথে পরিচয় করার প্রয়াসেই গড়ে উঠেছে কনকর্ড হেরিটেজ পার্ক। দেশের ঐতিহ্যবাহী স্থাপনা ও চমৎকার সব রাইডস্ নিয়ে গড়ে তোলা হয়েছে এই হেরিটেজ পার্ক। হেরিটেজ পার্কে যেসব ঐতিহ্যবাহী স্থাপনা রয়েছে তাদের মধ্যে এছাড়া আরও রয়েছে এক্সট্রিম রেসিং গো-কার্ট, রিসোর্ট আটলান্টিস ইত্যাদি।
এ্যামিয়ুসমেন্ট ওয়ার্ল্ড ফয়'স লেক : বাংলাদেশের বৃহত্তম বন্দর নগরী চট্রগ্রামের ফয়'স লেকে কনকর্ড এন্টারটেইনমেন্ট কোঃ লিঃ গড়ে তুলেছে কনকর্ড এ্যামিয়ুসমেন্ট ওয়ার্ল্ড ফয়'স লেক। অবারিত সবুজের বুক চিরে জেগে ওঠা বিস্ময়কর ফয়'স লেক নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের এক অাঁধার। সারা বছর ধরেই দেশী-বিদেশী অনেক পর্যটকের আগমন ঘটে এই পর্যটন কেন্দ্র ফয়'স লেকে। নান্দনিক স্থাপত্য ও মজাদার রাইডস্ নিয়ে ফয়'স লেক গড়ে তোলা হয়েছে কনকর্ড এ্যামিয়ুসমেন্ট ওয়ার্ল্ড ফয়'স লেক।
ফয়'স লেক রিসোর্ট : শহরের বাহিরে কোলাহলমুক্ত পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে অবসর কাটাতে ও একান্ত বিশ্রামকে মোহময় করে তুলতে আধুনিক জীবনের বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে সুসজ্জিত এই ফয়'স লেক রিসোর্ট।