ম্যারেজ ডে উদযাপন করতে ঢাকার বাইরে গেছে শায়লা আর মবিন। জরুরি খবর পেয়ে মবিন শায়লাকে রেখে ঢাকায় ফিরতে থাকে। এ সময় এক অচেনা লোক ঢুকে পড়ে শায়লা যে বাড়িতে ছিল ওই বাড়িতে। নিজের ছোট্ট মেয়েটাকে নিয়ে শায়লা তখন বাড়িতে একা। বাড়িতে ঢুকে শায়লাকে একটু সময় না দিয়ে শায়লার কপালে পিস্তল ঠেকায় চোরটি- টাকা-পয়সা, স্বর্ণের গহনা সব কিছু হাতিয়ে নেয় সে। আর জানায়, সপ্তাহের একটি মাত্র দিন শনিবার চুরি করে ছেলেটি। তাও আবার ধনী মানুষের বাসায়। সন্দেহ হয় শায়লার স্বামী মবিনের। গাড়ি ঘুরিয়ে রওনা হয় ওই বাড়ির দিকে। এগিয়ে চলে গল্প। শামীম শাহেদের পরিচালনায় ওমর ফারুকের রচনায় বিদেশি গল্পের ছায়া অবলম্বনে নির্মিত নাটকটিতে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ, নিপুণ, শামীম শাহেদ, হানিফ প্রমুখ। নাটকটি ঈদে চ্যানেল আইতে প্রচার হবে।