আসছে ঈদে পাঁচটি নাটক নির্মাণ করেছেন নির্মাতা বি ইউ শুভ। এর মধ্যে দুটি ধারাবাহিক রয়েছে। একুশে টিভিতে প্রচার হবে ছয় পর্বের ধারাবাহিক 'নীল কষ্ট', আর এশিয়ান টিভিতে প্রচার হবে সাত পর্বের ধারাবাহিক 'ভ্যারিয়েশন অব লাভ'। ঈদের আগের দিন এনটিভিতে প্রচার হবে 'লাস্ট সামার'। ঈদের দ্বিতীয় দিন এটিএন বাংলায় প্রচার হবে টেলিফিল্ম 'শিকার'। মাছরাঙা টিভিতে ঈদের চতুর্থ দিন প্রচার হবে 'সোনালী রোদ্দুর'। পাঁচটি নাটকই প্রযোজনায় ভার্সেটাইল মিডিয়া।