বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার জন্য দর্জি হতে চান আরেক বলিউড ক্রেজ আলিয়া ভাট। ভাটকন্যা নির্মাণ করতে চান পরিণীতির পোশাক। তেমনটিই তিনি সম্প্রতি ভারতীয় সাংবাদিকদের কাছে বলেছেন। তিনি বলেন, 'পরিণীতির জন্য আমি পোশাক ডিজাইন করতে চাই। আমার ফ্যাশন লাইন হবে শুধু মেয়েদের জন্য। ২৫ বছর থেকে ৩৫ বছরের নারীরা আমার ডিজাইন করা পোশাক পরতে পারবেন'। আলিয়া ভারতীয় ফ্যাশন পোর্টাল জ্যাবংয়ের সঙ্গে কাজ শুরু করেছেন সম্প্রতি। জ্যাবংয়ের শীতের পোশাকগুলোর ডিজাইন করছেন তিনি। কিন্তু তার প্রধান ইচ্ছে পরিণীতির পোশাক তৈরি করা। কারণ পরিণীতির শারীরিক গঠন নাকি একজন ফ্যাশন ডিজাইনারের কীর্তি ফুটিয়ে তোলার ভালো মাধ্যম।