গোপাল ঘোষের একক চিত্রকলা প্রদর্শনী
আগামী ১৮ অক্টোবর শেষ হচ্ছে 'ক্যালকাটা পেইন্টার্স' গ্রুপের অন্যতম সদস্য গোপাল ঘোষের একক চিত্রকলা প্রদর্শনী। বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস-এর আয়োজনে আজ শুরু হচ্ছে এই আয়োজনের সহযোগী কলকাতার আকার প্রকার গ্যালারি। ১০৩টি চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। পূজা আর ঈদের কারণে কাল শনিবার থেকে ৭ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে প্রদর্শনী।
২১ অক্টোবর 'সিরাজ যখন সিরাজউদ্দৌলা'
আগামী ২১ অক্টোবর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে বাংলাদেশ থিয়েটার প্রযোজিত নাটক 'সিরাজ যখন সিরাজউদ্দৌলা'। সিরাজ নামের একজন নাট্যকারের স্বপ্নের ঘোরে আসে নবাব সিরাজউদ্দৌলা। স্বপ্নের ঘোরে সে নিজেকে নবাব সিরাজউদ্দৌলার রূপে দেখতে পায়। ইংরেজদের সঙ্গে যুদ্ধের প্রস্তুতির বিষয়ে সে তার সেনাপতি ও সৈন্যদের দিকনির্দেশনা দিচ্ছেন। নাটকে অভিনয় করেছেন খন্দকার শাহ আলম, ফারজানা ফাতেমা সুমি, আবদুল আজিজ, শফি কামাল, মাসুদা খান প্রমুখ।
স্বপ্নদলের নতুন প্রযোজনা 'স্পার্টাকাস'
আগামী ২৩ অক্টোবর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হবে স্বপ্নদলের নতুন প্রযোজনা 'স্পার্টাকাস'র উদ্বোধনী মঞ্চায়ন।
মার্কিন ঔপন্যাসিক হাওয়ার্ড ফাস্ট-এর উপন্যাস অবলম্বনে বাদল সরকারের রচনা থেকে প্রযোজনাটির পুনর্বিন্যাস ও নির্দেশনা দিচ্ছেন জাহিদ রিপন। সাভার-ট্র্যাজেডিসহ দেশের পোশাক কারখানায় হতাহতদের উদ্দেশ্যে উৎসর্গ করা হবে স্বপ্নদল এর এই নাটকটি।
বিশ্ব-ইতিহাসের এক উল্লেখযোগ্য অধ্যায় প্রথম রোমান দাসবিদ্রোহ তথা অন্যায়ের প্রতি উল্লেখযোগ্য প্রতিবাদের অনন্য কাহিনী 'স্পার্টাকাস'। খ্রিস্টপূর্ব ৭৪ থেকে ৭১ পর্যন্ত প্রবল পরাক্রমশালী রোমান সাম্রাজ্যকে স্পার্টাকাসের নেতৃত্বে দাসবাহিনীর বিদ্রোহ বিপর্যস্ত ও অবরুদ্ধ করে রেখেছিল। রোমান সেনাবাহিনী বারবার স্পার্টাকাসের বিরুদ্ধে অভিযান চালিয়ে ব্যর্থ হলেও শেষ পর্যন্ত স্পার্টাকাসকে পরাজিত করা সম্ভব হয়। যুদ্ধের ময়দানেই তার সঙ্গী প্রায় সাড়ে ছয় হাজার দাসকে ক্রুশে ঝুলিয়ে হত্যা করা হয়।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন- সাঈদ, শিশির, তানভীর, মোস্তাফিজ, তীর্থ, শুভ, নাবলু, সায়েম, বাবুল, লোকমান প্রমুখ।
গাইবান্ধা ডিরেকটরস চলচ্চিত্র উৎসব-২০১৪
এই প্রথম উত্তরবঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে গাইবান্ধা চলচ্চিত্র উৎসব-২০১৪। এতে দেখানো হবে গাইবান্ধার পরিচালকদের নির্মিত ৪টি চলচ্চিত্র, ১৫টি একক নাটক ও শর্ট ফিল্ম। আর এতে অংশগ্রহণ করবেন গাইবান্ধা জেলা প্রশাসক ও গাইবান্ধার ৮ জন চলচ্চিত্রনির্মাতা।
ঈদুল আজহার পর দিন অর্থাৎ ৭ অক্টোবর গাইবান্ধা শিল্পকলা একাডেমিতে শুরু হবে এ উৎসব। আগামী ৯ অক্টোবর শেষ হবে তিন দিনব্যাপী এ উৎসব।
কবি মোশতাক দাউদীর স্মরণসভা
শোবিজ প্রতিবেদক
কবি মোশতাক দাউদীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মারকগ্রন্থ প্রকাশ ও স্মরণসভার আয়োজন করা হয় ২৬ সেপ্টেম্বর শুক্রবার। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি জুলফিকার মতিন। প্রধান অতিথি ছিলেন কবি কামাল চৌধুরী। সেখানে কবি আপেল আবদুল্লাহ সম্পাদিত 'মোশতাক দাউদী স্মারকগ্রন্থ'র মোড়ক উন্মোচন করা হয়। পরে দাউদীর স্মৃতিচারণ করেন তার বন্ধু ও সুহৃদরা। এ আলোচনা সভায় ওঠে আসে কবি মোশতাক দাউদীর জীবনের নানা অজানা কথা। পাশাপাশি তার কবিতারও প্রশাংসা করেন সবাই।