মডেল ও অভিনেত্রীর পর এবার পরিচালনায় নাম লেখাতে যাচ্ছেন কঙ্কনা সেন শর্মা। ন্যাশনাল ফিল্ম ডেভলপমেন্ট করপোরেশনের (এনএফডিসি) একটি গল্প নিয়ে কাজ করবেন তিনি।
ভারতীয় একটি ম্যাগাজিন সূত্রে জানা যায়, কঙ্কনা অন্য সব প্রতিযোগিদের সঙ্গে পুনে গিয়েছিলেন এ বছর। এ ছবির জন্য পরিচালক রজত কাপুরের নির্দেশনাও থাকবে। ছয় মাসের মধ্যে এর কাজ শুরু হবে।
এ বিষয়ে কঙ্কনা জানান, আমি খুবই উচ্ছ্বসিত কাজটির জন্য। এর আগে আমি ‘নামকরণ’ নামে একটি স্বলদৈর্ঘ্য নির্মাণ করেছিলাম। তবে এবার প্রথম ফিচার ফিল্ম পরিচালনার কাজে হাত দিব। তবে এ ছবিতে কারা অভিনয় করবে তা এখনো চূড়ান্ত হয়নি।
বিডি-প্রতিদিন/৩ অক্টোবর, ২০১৪/মাহবুব