বলিউডের সবাইকেই এখন ব্যাং ব্যাং চ্যালেঞ্জ দিচ্ছেন হৃতিক। শাহরুখ ও সালমানের পর এবার আমির খানকে চ্যালেঞ্জ দিয়েছিলেন তিনি। টুইটারে আমিরকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন 'পিকে'কে আমার চ্যালেঞ্জ- রেডিওটা নামিয়ে রাখো। এরপর আরো একটি টুইট করে হৃতিক বলেছিলেন, না করলে শাস্তি পেতে হবে, তাও আবার ব্যাং ব্যাং কায়দায়। তবে আমির যে উত্তরটা দিয়েছেন তা বেশ মজার।
পাল্টা টুইটে আমির জানান, 'আমি চ্যালেঞ্জ গ্রহণ করছি। রাজুকে (রাজকুমার হিরানি) বলেছি ওই ট্রানজিস্টরটাই পাঠানোর জন্য। এখন ওটা পথেই আছে। আমার কাছে এলেই শুট করে যত তাড়াতাড়ি সম্ভব তোমার কাছে পাঠাব। কিন্তু তারপর যা হবে তার দায়িত্ব আমার নয়।'
এর কয়েক ঘন্টার মধ্যে চ্যালেঞ্জের কাজ শেষ করেন আমির। ট্রানজিস্টর হাতে নিয়ে শুট করা নতুন একটি ভিডিও পোস্টও করেন। কিন্তু আমিরের এই ধরনের চ্যালেঞ্জ পূরণে ‘খুশি’ হতে পারেননি হৃতিক। আরকে টুইটার প্রতিক্রিয়ায় আমিরকে উদ্দেশ করে হৃতিকের জোরালো জবাব, 'সবার প্রথম প্রতিক্রিয়া- আরে কী ফিট লাগছে আপনাকে! জামা পড়েও ছক্কা মারলেন। কিন্তু তবুও আপনি ‘চিটার’, শাস্তি তো পেতে হবে।'
এখন দেখা যাক আমির খানের জন্য কী শাস্তি নিয়ে আসেন হৃতিক। খবর ওয়ান ইন্ডিয়ার
বিডি-প্রতিদিন/অক্টোবর ২০১৪/শরীফ