সর্বশেষ ‘পিংকি হ্যায় প্যায়সেওয়ালো কি’ আইটেম গানে দেখা গিয়েছিল তাকে। ভক্তদের জন্য আবারও সুসংবাদ নিয়ে আসছেন তিনি। আবারও আইটেম গার্ল হিসেবে দেখা যাবে ‘ম্যারি কম’ খ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াকে।
সম্প্রতি জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজেকে নিয়ে একের পর এক এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছেন বলিউডের দক্ষ অভিনেত্রী প্রিয়াংকা। সম্প্রতি ‘ম্যারি কম’ সিনেমা দিয়ে ভক্ত এবং সমালোচকদের খুশী করতে পেরেছেন তিনি।
শোনা যাচ্ছে, বক্সিং গ্লাভস খুলে রেখে এবার আইটেম গার্ল হওয়ার প্রস্তুতি নিচ্ছেন প্রিয়াংকা। মধুর ভান্ডারকরের পরবর্তী সিনেমার গল্প একজন ‘আইটেম গার্ল’কে কেন্দ্র করে। ঘটনাক্রমে তিনি একজন প্রভাবশালী রাজনীতিবিদ হয়ে ওঠেন। এই চরিত্রেই জন্যই ভাবা হচ্ছে প্রিয়াংকাকে।
'ম্যারি কম' প্রিয়াংকা অবশ্য শর্ত জুড়ে দিয়েছেন। চরিত্রটা আইটেম গার্লের হলেও খুব বেশি খোলামেলা পোশাক পরবেন না তিনি স্রেফ জানিয়ে দিয়েছেন।
বিডি-প্রতিদিন/অক্টোবর ২০১৪/শরীফ