পরপর পাঁচবারের মতো কর্মাশিয়ালি ইম্পর্টেন্ট পার্সন (সিআইপি) পদমর্যাদায় ভূষিত হলেন চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল। আর এ আনন্দে উচ্ছসিত তার স্ত্রী ও চিত্রনায়িকা বর্ষা। স্বামীর এই সাফল্যে তাই বাসায় কেক কেটে আনন্দ উদযাপন করলেন তিনি। উচ্ছ্বসিত বর্ষা ফেসবুকে লিখেছেন- 'মাই হিরো সব সেক্টরের হিরো'।
অনন্ত জলিল প্রথমত একজন ব্যবসায়ী। ব্যবসা সামলে নেমেছেন চলচ্চিত্র জগতে। একাধারে চিত্রনায়ক, পরিচালক, প্রযোজক পরিচয় বোগলদাবা করেছেন। ঢাকাই চলচ্চিত্রে দারুণভাবে আলোচিত এ অভিনেতার নাম। সেই অনন্ত জলিল শিল্পক্ষেত্রে অবদানের জন্য ২০১০ থেকে ২০১৪ পর্যন্ত টানা পাঁচ বার বাংলাদেশ সরকার থেকে সিআইপি নির্বাচিত হন। এবছর বাণিজ্য মন্ত্রণালয় থেকে পঞ্চমবারের মতো তাঁকে সিআইপি নির্বাচিত করা হয়েছে। বাণিজ্যমন্ত্রীর কাছ থেকে সম্প্রতি সিআইপি ট্রফি গ্রহণ করেছেন অনন্ত জলিল।
উল্লেখ্য শিল্প ও বাণিজ্যখাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ব্যবসায়ীদের মধ্য থেকে প্রতিবছর সিআইপি মর্যাদা প্রদান করা হয়। তারা রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন।
অনন্ত জলিল ২০০৮ সাল থেকে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হন। এরপর খোঁজ : দ্য সার্চ, মোস্টওয়েলকাম, নিঃশ্বার্থ ভালোবাসা এবং সর্বশেষ মোস্টওয়েলকাম-টু চলচ্চিত্রের মাধ্যমে দারুণ আলোচিত হন। বর্তমানে দ্য স্পাই নামের একটি চলচ্চিত্রের কাজ শুরু করেছেন।
বিডি-প্রতিদিন/ ০৩ অক্টোবর ২০১৪/ আহমেদ