নরেন্দ্র মোদির ডাকে ঝাড়ু হাতে রাস্তায় নামতে যাচ্ছেন এবার বলিউডের প্রথম সারির প্রায় সব সেলিব্রেটিই। না কোন প্রতিবাদ মিছিল নয়, তারা নামবেন পরিচ্ছন্ন ভারত নির্মান অভিযানে। রাস্তায় নেমে ঝাড়ু দেবেন, পরিস্কার করবেন পথঘাট। এরই মধ্যে আমির খানসহ কেউ কেউ সেই কাজ শুরুও করে দিয়েছেন। এবার এ তালিকায় নাম লেখাতে চান প্রিয়াংকা চোপড়া, সালমান খান থেকে শুরু করে দীপিকা, ক্যাটরিনা, রণবীর কাপুর, কারিনা কাপুর’সহ অনেকেই।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি স্বচ্ছ ভারত নির্মাণের জন্য এক কর্মসূচিতে হাতে নিয়েছেন। নিজেই হাতে তুলে নিয়েছেন ঝাড়ু। ক্লিন ইন্ডিয়া নামের এই কর্মসূচীতে মোদির সঙ্গে দেখা গেছে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানকেও। এরপরই এ কর্মসূচিতে নাম লেখাতে একে একে অন্য তারাকারা নিজের নাম ঘোষণা দিয়ে চলেছেন।
সম্প্রতি টুইটারে প্রিয়াংকা জানিয়েছেন- এই অভিযানে অংশগ্রহণ করতে চান তিনি। ঝাড়ু হাতে রাজপথে নামতে চান তিনিও। প্রিয়াংকা টুইটারে লিখেন- 'যদি আমরা সবাই এই উদ্যোগে একসঙ্গে কাজ করি তবেই এই অভিযান সফল হবে। আমরা যা করছি তা আমাদের নিজেদের ভালোর জন্যই করছি।'
অন্যদিকে ক্লিন ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আমির খান। তিনি বলেন, 'আমাকে ক্লিন ইন্ডিয়ার ব্রান্ড অ্যাম্বাসাডর বানানো হলে আমি খুশি হবো।' এই উদ্যোগে দেশের প্রতিটি মানুষের সামিল হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকীতে, দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বচ্ছ ভারত অভিযান নামে এক প্রচারণার আয়োজন করেছেন দিল্লির রাজপথে। মোদি নিজেই ঝাড়ু হাতে এই অভিযান উদ্বোধন করেন।
ডি-প্রতিদিন/ ০৩ অক্টোবর ২০১৪/ আহমেদ