দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন প্রতিবারের মতো এবারও ঈদুল আজহা উপলক্ষে নির্মাণ করেছে ঈদের বিশেষ পাঁচফোড়ন।
ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় রকমারি আয়োজন নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদের বিশেষ ‘পাঁচফোড়ন’। এবারের অনুষ্ঠানে দেখা যাবে একটি এলাকার প্রভাবশালী এক নেতা ও তার দুই নিকটাত্মীয়ের মধ্যে সমসাময়িক বিষয় নিয়ে মজার আলোচনা।
নেতা ও তার দুই আত্মীয়র মধ্যে স্থানীয় এই প্রচারণা নিয়ে ঘটতে থাকে বিচিত্র সব ঘটনা। আর এসব ঘটনার ফাঁকে ফাঁকেই আসতে থাকে একের পর এক চমকপ্রদ আইটেম।
এ পর্বটিতে অভিনয় করেছেন আতাউর রহমান, শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, সুভাশিষ ভৌমিক ও নজরুল ইসলাম। এবারের পাঁচফোড়নে পলাশ ও ডলি সায়ন্তনীর কণ্ঠে একটি দ্বৈত গান ও মমতাজের কণ্ঠে একটি একক গান থাকছে।
আরও রয়েছে চিত্রনায়িকা নিপূনের পরিবেশনায় একটি জমকালো নাচ। ঈদের প্রস্তুতি ও কোরবানির গরু-ছাগলের বিভিন্ন তুলনামূলক আলোচনা নিয়ে রয়েছে দুটি মজাদার রিপোর্টিং।
কোরবানি ঈদের ওপর বেশ ক’টি নাট্যাংশ রয়েছে। অনুষ্ঠানটি এটিএন বাংলায় ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে।