বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের হাত থেকে সম্মাননা গ্রহণ করলেন এম এ জলিল অনন্ত। এ বছর পঞ্চমবারের মতো সি আই পি হলেন তিনি। এবার বাণিজ্য মন্ত্রণালয় সি আই পি নির্বাচিত করে তাকে। বুধবার হোটেল র্যাডিসনের ওয়াটার ব্লু গার্ডেনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সম্মাননার ক্রেস্ট তুলে দেন অনন্তর হাতে। এর আগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা চার বার শিল্প খাতে অনন্য সাফল্যের জন্য শিল্প মন্ত্রণালয় কর্তৃক তাকে সি আই পি নির্বাচিত করা হয়। এ বছর বাণিজ্য খাতে অপরিসীম অবদান রাখায় বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক সি আই পি নির্বাচিত হন অনন্ত। বর্তমানে তার এ জে আই গ্রুপ কারখানায় ওভেন ও নীট উৎপাদন হচ্ছে। শীঘ্রই তার কারখানায় ডেনিম উৎপাদন হবে বলে জানান তিনি। এম এ জলিল অনন্ত তার বর্ণাঢ্য কর্মজীবনে দেশের শিল্প-কারখানা সম্প্রসারণে এবং দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক উন্নয়নে অসামান্য ভূমিকা পালন করে যাচ্ছেন। পাশাপাশি দেশীয় চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে গত পাঁচ বছর ধরে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত তার নির্মিত ও অভিনীত ৬টি চলচ্চিত্র দেশে ও বিদেশে প্রদর্শিত এবং প্রশংসিত হয়েছে। এ চলচ্চিত্রগুলো হচ্ছে- 'খোঁজ দ্য সার্চ', 'হৃদয় ভাঙা ঢেউ', 'দ্য স্পীড', 'মোস্ট ওয়েলকাম', 'নিঃস্বার্থ ভালোবাসা' এবং 'মোস্ট ওয়েলকাম টু'। বর্তমানে 'দ্য স্পাই-অগ্রযাত্রার মহানায়ক' শিরোনামের একটি চলচ্চিত্র নির্মাণ করছেন এম এ জলিল অনন্ত।