প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ভারতকে পরিচ্ছন্ন রাষ্ট্র গড়ার স্বপ্নে ঝাড়ু হাতে 'ক্লিন ইন্ডিয়া ক্যাম্পেইন' শুরু করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৯ সালে ভারতের জাতির জনক মহাত্দা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকীকে সামনে রেখে বৃহস্পতিবার দেশব্যাপী ৫ বছরের এই অভিযান শুরু হয়। আর এই অভিযানে মোদির ডাকে ঝাড়ু হাতে নিতে চান প্রিয়াঙ্কা। পরিচ্ছন্ন রাষ্ট্র গড়ার অভিযানে অংশ নিয়ে বছরে অন্তত ১০০ ঘণ্টা সময় দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মোদি। এর অংশ হিসেবে বলিউড তারকা সালমান খান ও কমল হাসানকে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে সহায়তা করারও আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে ঝাড়ু হাতে নেওয়ার ইচ্ছা প্রকাশ করে বৃহস্পতিবার সকালে টুইট করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি জানান, প্রধানমন্ত্রীর আহ্বানে এই অভিযানে অংশ নিতে চান তিনি।